#সিলেট বিভাগ

ওসমানীনগরে একই পরিবারের ৫ জনকে অচেতন অবস্থায় উদ্ধার।

সিলেট প্রতিনিধি:
সিলেটের ওসমানীনগরে একই পরিবারের পাঁচজনকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে ২ জন মারা যান। অপর ৩ জনকে গুরুতর অবস্থায় হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

মঙ্গলবার (২৬ জুলাই) ডুলিয়ারবন এলাকায় ঝলক মিয়ার বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ওসমানীনগরের বড় দিরারাই এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে রফিকুল ইসলাম (৫০) ও মৃত রফিকুল ইসলামের ছেলে মাইকুল ইসলাম (১৮)।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাইন উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *