ওসমানীতে মেডিকেলের অর্থোপেডিক বিভাগে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন।

সিলেট প্রতিনিধি:
১৫ ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে প্রতি বছরের ন্যায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিক বিভাগ এবং এনডোলাইট বাংলাদেশ এর যৌথ উদ্যোগে বিনামুল্যে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। শনিবার (২৭ আগস্ট) ওসমানী হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগে কৃত্রিম পা সংযোজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মাহবুবুর রহমান ভুইয়া, সহযোগী অধ্যাপক ডাঃ শংকর কুমার রায়, ডাঃ বিপুল চন্দ্র ঘোষ, ডাঃ গৌতম বরণ মিস্ত্রি, ডাঃ আব্দুস সুবহান, ডাঃ এম, এ মুসা, ডাঃ মুহিন, ডাঃ রুমান, ডাঃ সেজুতি, ডাঃ জাভেদ, ডাঃ হাসান, ডাঃ সিনথিয়া প্রমূখ।