এমপি সামাদের মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক জ্ঞাপন।
করোনা আক্রান্ত হয়ে সংসদ সদস্য ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়াও মাহমুদ উস সামাদ চৌধুরীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন জাতীয় সংসদের স্পিকার শিরিন শারমিন চৌধুরী।
বৃহস্পতিবার (১১ মার্চ) দুপুরের দিকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে মারা গেছেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। করোনায় আক্রান্ত হয়ে সংকটাপন্ন হওয়ায় তাঁকে হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) নেওয়া হয়।
গত রবিবার (৭ মার্চ) রাতে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয় এমপি সামাদকে। পরের দিন সোমবার (৮ মার্চ) সকালে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন তিনি। বিকেলে ফল পজিটিভ আসে। এক মাস আগে তিনি করোনার টিকা দেন। টিকা নেওয়ার এক মাসের মাথায় ভাইরাসে আক্রান্ত হন এই সংসদ সদস্য।





