এইচএসসিতে সিলেট বোর্ডে রেকর্ড সংখ্যক জিপিএ-৫।
সিলেট প্রতিনিধি :
সিলেট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় পাসের হার ৯৪ দশমিক ৮ শতাংশ। এই বোর্ডে ৬৬ হাজার ৬৬১ জন পরীক্ষার্থীর মধ্যে ৬৩ হাজার ১৯৬ জন পাস করেছেন।
রোববার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুণ চন্দ্র পাল অনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
অধ্যাপক অরুণ চন্দ্র পাল জানান, এবারে রেকর্ড সর্বোচ্চ ৪ হাজার ৭৩১ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এদের মধ্যে ২ হাজার ১৯৩ জন ছেলে এবং ২ হাজার ৫৩৮ জন মেয়ে জিপিএ-৫ পেয়েছেন। তিনি বলেন, ২০২০ সালে শতভাগ পাস বাদ দিলে এবারেই সিলেটে পাসের হার সবচেয়ে বেশি।
এবারে সিলেট বোর্ডে ৩০ হাজার ২১৬ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৩০৬ জন পাস করেছেন। অন্যদিকে ৩৬ হাজার ৪৪৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে ৩৪ হাজার ৮৮৭ জন পাস করেছেন। ছেলে ও মেয়েদের পাসের হার যথাক্রমে ৯৩ দশমিক ৬৮ শতাংশ ও ৯৫ দশমিক ৭৩ শতাংশ।
সিলেট বোর্ডে সবচেয়ে ভালো করেছেন মানবিক বিভাগের শিক্ষার্থীরা। এই বিভাগে পাসের হার ৯৬ দশমিক ১৩ শতাংশ। মানবিক বিভাগে ৪৪ হাজার ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৪২ হাজার ৭১৭ জন পাস করেছেন। মানবিকে জিপিএ-৫ প্রাপ্ত ৫৪৪ জনের মধ্যে ১৩৬ জন ছেলে ও ৪০৮ জন মেয়ে।
বিজ্ঞান বিভাগে পাসের হার ৯২ দশমিক ৯৭ শতাংশ। এই বিভাগে ১২ হাজার ৯৫২ জন পরীক্ষার্থীর মধ্যে ১২ হাজার ৪২ জন পাস করেছে। বিজ্ঞান বিভাগে সবমিলে ৩ হাজার ৯০১ জন জিপিএ-৫ পেয়েছে; যার মধ্যে ১ হাজার ৯৫৬ জন ছেলে ও ১ হাজার ৯৪৫ জন মেয়ে পরীক্ষার্থী।
এদিকে ব্যবসায় শিক্ষা বিভাগে ৯ হাজার ২৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৮ হাজার ৪৩৪ জন পাস করেছে। এই বিভাগে পাসের হার ৯০ দশমিক ৯৫ শতাংশ। ব্যবসায় শিক্ষায় ২৮৬ জন জিপিএ-৫ পেয়েছে; যার মধ্যে ১০১ জন ছেলে ও ১৮৫ জন মেয়ে পরীক্ষার্থী।
সিলেট বোর্ডের আওতাধীন জেলার মধ্যে যথারীতি সবচেয়ে ভালো করেছে সিলেট জেলার পরীক্ষার্থীরা। এই জেলায় পাসের হার ৯৫ দশমিক ৮ শতাংশ। এছাড়া হবিগঞ্জে ৯৪ দশমিক ৮২, সুনামগঞ্জে ৯৪ দশমিক ১৩ ও মৌলভীবাজারে ৯৩ দশমিক ২২ শতাংশ পাস করেছে।





