উপাচার্য অপসারণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন রাষ্ট্রপতি : শিক্ষামন্ত্রী।
সিলেট প্রতিনিধি :
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ভিসি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদকে অপসারণের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আচার্য ও মহামান্য রাষ্ট্রপতিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি।
সিলেট সার্কিট হাউসে শাবিপ্রবি’র আন্দোলনরত ১১ শিক্ষার্থীর সাথে তিন ঘন্টাব্যাপী বৈঠকশেষে শুক্রবার সন্ধ্যায় সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান মন্ত্রী। তিনি বলেন, শাবি ভিসিকে অপসারণের দাবির বিষয়ে শিক্ষার্থীদের বক্তব্য আমরা অত্যন্ত মনোযোগ সহকারে শুনেছি। মূলত বিশ্ববিদ্যালয়ের ভিসিকে নিয়োগ কিংবা অপসারণের এখতিয়ার কেবল আচার্যের। আমরা তাদের দাবিগুলো আচার্যের কাছে তুলে ধরবো। এ বিষয়ে তিনিই চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান শিক্ষামন্ত্রী। এ সময় শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মুহিবুল হাসান চৌধুরী নওফেল মন্ত্রীর সাথে ছিলেন।
পরে দুই মন্ত্রী-উপমন্ত্রী শাবি ক্যাম্পাসে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন। এরপর শাবির শিক্ষকদের সাথে বৈঠকে বসেন তারা।





