ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমার ৬৫০তম নিয়মিত সভা ও অভিষেক অনুষ্ঠান উৎযাপন।
গতকাল ১৯ নভেম্বর শুক্রবার ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমার ৬৫০তম নিয়মিত সভা ও ৩১তম অভিষেক অনুষ্ঠান উৎযাপিত হয় সিলেট শহরের চৌকিদেখীতে অবস্থিত আনোয়ার মতিন স্কুল এন্ড কলেজের মিলনায়তনে। উক্ত অনুষ্ঠানে স্বাধীনতার সূবর্ণজয়ন্তি উপলক্ষে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরষ্কার বিতরণ করা হয়।


শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠানের সূচনা হয় পবিত্র কোরআন তেলায়াতের মাধ্যমে। এরপর যথা নিয়মে জাতীয় সংগীত ও ইন্টার্যাক্ট প্রত্যয় পাঠের মাধ্যমে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মঈনুদ্দিন আদর্শ মহিলা কলেজ এর অধ্যক্ষ মোঃ আবিদুর রহমান, উক্ত কলেজে এর ব্যবস্থাপনা বিভাগের প্রধান ও এক্স-রোটারেক্টর পি পি এনামুল হক চৌধুরী, আনোয়ার মতিন স্কুল এন্ড কলেজ এর অধ্যক্ষ শিশির সরকার, আই পি ডি আই সি সি রোটারিয়ান পি পি দেলোয়ার হোসাইন। ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমার প্রাক্তন সভাপতি এক্স-ইন্টার্যাক্টর ও এক্স-রোটারেক্টর পি পি এস রহমান সাইফ, এক্স-ইন্টার্যাক্ট মোঃ ইমরান আলি, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সাউথের আই পি পি ইন্টাঃ বিজয় রায়, সভাপতি ইন্টাঃ সোহানুর ইসলাম, ইন্টার্যাক্ট ক্লাব অব সিলেট সুরমার আই পি পি রাতুল চৌধুরী জয়, ক্লাবের সভাপতি ইন্টাঃ আজিম সহ ক্লাবের অন্য সব সদ্যসগণ ।
পরিশেষে বিদায়ী সভাপতি ইন্টাঃ রাতুল চৌধুরী জয় তার কালারটি হস্তান্তর করেন নতুন সভাপতি ইন্টাঃ আজিমের কাছে। নতুন বোর্ডের পরিচিতি ও সাফল্য কামনার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। বিজ্ঞপ্তি।






