ইন্টারেক্ট ক্লাব অব সিলেট সুরমার ৩০তম অভিষেক ও ডিস্ট্রিক্ট পিকনিক অনুষ্ঠিত।
সিলেট জেলার অন্যতম প্রাচীন ইন্টারেক্ট ক্লাব, ইন্টারেক্ট ক্লাব অব সিলেট সুরমার ৩০তম অভিষেক অনুষ্ঠান ‘সারপ্রাইজ – ২১’ উৎযাপিত হয়েছে শুক্রবার (২৬ ফেব্রুয়ারী) জাফলংয়ের নয়নাভিরাম সৌন্দর্যের উন্মুক্ত প্রান্তরে। ক্লাবের ৩০তম অভিষেক অনুষ্ঠানের সাথে ডিস্ট্রিক্ট -৩২৮২ এর পিকনিক সুংযুক্ত করে ব্যপক প্রশংসা কুড়িয়েছে ক্লাবটি। বাংলাদেশের মধ্যে এটিই একমাত্র ক্লাব যারা ৩০তম অভিষেক অনুষ্ঠান উৎযাপন করলো।

সকাল ১০টায় প্রোগ্রাম চেয়ারম্যান ইন্টারেক্টর পিপি ইমরান আলি আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্ভোধন করেন। এরপর সদ্য অতীত সভাপতি ইন্টারেক্টর নূর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানের কার্যক্রম পরিচালিত হয়। উক্ত অনুষ্ঠানে রোটারি ডিস্ট্রিক্ট ৩২৮২ সকল ইন্টারেক্ট ক্লাব ছাড়াও সিলেট জেলার বিশিষ্ট রোটারিয়ান, রোটারেক্ট ও সাবেক ইন্টারেক্টগণ উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথীদের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব সিলেট সুরমার সাবেক সভাপতি রোটারিয়ান খাইরুল জাফর চৌধুরী, রোটারিয়ান আব্দুল হাই পীর, রোটারিয়ান আব্দুল্লাহ হিল বাকি, এক্স ইন্টারেক্ট ও এক্স রোটারেক্টর পি পি মুবিনুল হক, এক্স ইন্টারেক্টর ও এক্স রোটারেক্টর পি পি এস রহমান সাইফ, ডি আর আর হেদায়েত হোসেন তানভীর, ডি আই আর শেখ সাদী, এক্স ইন্টারেক্টর পি পি আব্দুল্লাহ রনি, এক্স ইন্টারেক্টর পি পি আব্দুর রহমান জনি সহ অন্যান্যরা। অভিষেক অনুষ্ঠানের শেষে সদ্য অতীত সভাপতি ইন্টারেক্টর নূর আলম ক্লাব সভাপতির দায়িত্বটি অনুষ্ঠানিক ভাবে ইন্টারেক্টর রাতুল চৌধুরী জয় এর কাছে হস্তান্তর করেন।

ইন্টারেক্ট ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পিকনিক ‘উল্লাস’ :
ইন্টারেক্ট ক্লাব অব সিলেট সুরমার ৩০তম অভিষেকের পরপরই উক্ত স্থানে ডিস্ট্রিক্ট ৩২৮২ এর পিকনিক ‘উল্লাস’ অনুষ্ঠিত হয়। জাফলংয়ের প্রাকৃতিক সৌন্দর্য্যের মধ্যখানেই সকল ইন্টারেক্ট ক্লাব, রোটারিয়ান, রোটারেক্ট, সাবেক ইন্টারেক্ট ও অন্যান্য অতিথীদের নিয়ে মনোজ্ঞ পরিবেশে পিকনিক উৎযাপিত হয়।







