#সিলেট বিভাগ

আজ থেকে হবিগঞ্জে করোনা ভাইরাস টিকা প্রয়োগ শুরু !

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জ জেলায় আজ থেকে করোনাভাইরাস টিকা প্রয়োগ শুরু হচ্ছে। আজ সকাল ১১টার দিকে হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট মো. আবু জাহিরকে টিকা প্রয়োগের মাধ্যমে এ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

জানা যায়, করোনা টিকা গ্রহণে আগ্রহীরা ইতোমধ্যে অনলাইনে নিবন্ধন করছেন। তবে এখন পর্যন্ত হবিগঞ্জের কতজন এই টিকা নিতে নিবন্ধন করেছেন সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে প্রথম ব্যক্তি হিসেবে হবিগঞ্জ থেকে টিকা নেবেন হবিগঞ্জ সদর শায়েস্তাগঞ্জ ও লাখাই আসনের এমপি এডভোকেট মো. আবু জাহির। আজ রোববার সকাল ১১টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে আনুষ্ঠানিকভাবে টিকার কার্যক্রমের উদ্বোধন করা হবে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, সিভিল সার্জন মো. মোস্তাফিজুর রহমানসহ জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত থাকবেন।
জেলায় করোনার টিকা প্রয়োগের জন্য ২৪টি টিম গঠন করা হয়েছে। প্রতিটি টিমে ২ জন ভ্যাকসিন ডোজার এবং চারজন করে সেচ্ছাসেবি থাকবে। সেই হিসেবে হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে ৮টি বুথ স্থাপন করা হবে। এছাড়া সাতটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২টি করে বুথ বসানো হবে। পাশাপাশি জেলায় দুটি বুথ স্ট্যান্ডবাই রাখা হবে। প্রয়োজনে তাদেরকে কাজে লাগানো হবে। আজ ২৩০ জন ব্যক্তিকে এই টিকা দেয়ার লক্ষমাত্র নির্ধারণ করা হয়েছে।

এ বিষয়ে বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে গতকাল রোববার রাত ৮টা পর্যন্ত হবিগঞ্জ জেলায় টিকা পেতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২২ জন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *