#সিলেট বিভাগ

আজ থেকে সিসিকে গণটিকা ক্যাম্পেইন।

সিলেট প্রতিনিধি :
২৮ থেকে ৩০ মার্চ পর্যন্ত ফাইজারের ৩য় ডোজ ও ১ম ডোজ দেয়া হবে ওয়ার্ড ভিত্তিক কেন্দ্রেসমূহে। যে সকল টিকা গ্রহীতাগণ ২৩ থেকে ২৮ ফ্রেব্রুয়ারির ক্যাম্পেইনে সিসিকের ওয়ার্ড ভিত্তিক টিকা কেন্দ্রে কোভিড-১৯ এর ফাইজার টিকার প্রথম ডোজ গ্রহণ করেছিলেন, তারা ২৮ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত ২য় ডোজ নিতে পারবেন।

টিকা গ্রহীতাদের সংশ্লিষ্ট ওয়ার্ডের নির্দিষ্ট কেন্দ্রে উপস্থিত হয়ে টিকার ২য় ডোজ গ্রহণ করতে সিসিকের এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়।

সিসিকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যে সকল নাগরিকবৃন্দের কোভিড-১৯ টিকার ২য় ডোজ গ্রহণের ৪ মাস অতিক্রম হয়েছে। কিন্তু তারা এখনো ৩য় ডোজ গ্রহণ করেননি তারা নির্দিষ্ট কেন্দ্রে গিয়ে টিকার ৩য় ডোজ গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে মোবাইলে ক্ষুদে বার্তা ছাড়াই তাদেরকে টিকা প্রদান করা হবে।

সিসিক আরো জানায়, ১২ বছর ও তদুর্দ্ধ জনগোষ্ঠির মধ্যে যারা এখনো কোভিড-১৯ টিকা গ্রহণ করেননি, তাদেরকেও টিকার প্র্রথম ডোজ প্রদান করা হবে। উল্লেখ্য ১৮ বছর ও তদুর্দ্ধ যেসকল নাগরিকগণ জনসন এন্ড জনসন টিকা গ্রহণ করেছিলেন, তাদের ২য় ডোজ গ্রহণ করতে হবে না। সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে টিকা গ্রহণের অনুরোধ জানিয়েছেন ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *