অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী বৃন্দাবন সরকারী কলেজের নতুন অধ্যক্ষ ।
জয়নাল লস্কর, চুনারুঘাট, হবিগঞ্জ : হবিগঞ্জ জেলার গর্ব,চুনারুঘাট উপজেলার প্রিয় মুখ, চুনারুঘাটের গৌরব,নম্রভদ্র,নিরংকারী,৯নং ইউনিয়নের চাটপাড়া গ্রামের ঐতিহ্যবাহী পরিবারের সন্তান সকলের প্রিয় অধ্যাপক মোঃ ইলিয়াছ বখত চৌধুরী বৃন্দাবন সরকারি কলেজের অধ্যক্ষ পদে নিয়োগ পেয়েছেন । তিনি দীর্ঘদিন ধরে একই কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপসচিব ড. শ্রীকান্ত কুমার চন্দ এর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে আজ দুপুরে তাঁকে এই দায়িত্ব দেয়া হয়।

অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী ১৯৮০ সালে চট্টগ্রাম মিউনিসিপ্যাল হাইস্কুল থেকে এসএসসি এবং ১৯৮২ সালে বৃন্দাবন সরকারি কলেজ থেকে কৃতিত্বের সাথে এইচএসসি পাশ করেন। পরবর্তীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করে ১৪ তম বিসিএস এর মাধ্যমে শিক্ষা ক্যাডারে যোগদান করেন। কর্মজীবনে তিনি নেত্রকোনা সরকারি কলেজ, সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সাথে চাকুরী করেন।
তিনি হবিগঞ্জের স্বনামধন্য নাট্যদলের কর্মী ছিলেন এবং দীর্ঘ বারো বছর এর সভাপতির দায়িত্ব পালন করেন। এছাড়া রোভার স্কাউট,রোটারী ক্লাব, স্বনামধন্য নাট্যদল জীবন সংকেত, গ্রীন স্পোর্টিং ক্লাব, হবিগঞ্জস্থ চুনারুঘাট যুব এসোসিয়েশনের উপদেষ্টাসহ অসংখ্য সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সাথে তিনি জড়িত।
এছাড়াও অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরী সুদীর্ঘ ১৫ বছর ধরে চুনারুঘাট থানার রামশ্রী গ্রামের ঐতিহ্যবাহী সাহেব বাড়ী কর্তৃক প্রতিষ্ঠিত সৈয়দ শামছুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা দিয়ে আসছেন। অধ্যাপক ইলিয়াস বখত চৌধুরীর দিকনির্দেশনায় ও পরিচালনায় সৈয়দ শামছুর রহমান উচ্চ বিদ্যালয় আজ চুনারুঘাট থানার সেরা বিদ্যালয়ের সারিতে স্থান দখল করে আসছে।





