#সিলেট বিভাগ

অধ্যক্ষের কক্ষে ঢুকে শিক্ষার্থীকে ছুরিকাঘাত।

সিলেট প্রতিনিধি :
ওসমানীনগরে তাজপুর ডিগ্রি কলেজে অধ্যক্ষের কক্ষে ঢুকে এক ছাত্রকে ছুরিকাঘাত করেছে ছাত্রলীগের কর্মীরা। এসময় কলেজের এক কর্মচারী আহত হয়েছেন।

বুধবার (৯ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এক সপ্তাহের জন্য ওই কলেজ বন্ধ ঘোষণা করা হয়েছে।

পুলিশ ও শিক্ষার্থীরা জানান, বুধবার দুপুরে কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র আব্দুল মতিনের সঙ্গে ডিগ্রি চতুর্থ বর্ষের ছাত্র উজ্জল মিয়ার বাগবিতণ্ডা হয়। এর জেরে উজ্জল মিয়া আব্দুল মতিনকে ছুরি নিয়ে ধাওয়া দেন। মতিন দৌড়ে অধ্যক্ষের কক্ষে প্রবেশ করলে তারা দরজা ভেঙে তাকে তার ওপর হামলা করে। এসময় তারা অফিস কক্ষের কম্পিউটারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে। এ ঘটনায় কম্পিউটার অপারেটর আনা মিয়া আহত হন।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ মনু মিয়া বলেন, হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর খোঁজখবর নিয়েছি। কলেজ পরিচালনা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

ওসমানীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মাইন উদ্দিন বলেন, অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তাজপুর ডিগ্রি কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নীলিমা রায়হানা বলেন, হাসপাতালে গিয়ে আহত শিক্ষার্থীর খোঁজ খবর নেওয়ার পাশাপাশি কয়েক দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণার জন্য কলেজের অধ্যক্ষকে বলেছি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *