স্বেচ্ছাচারিতা — সারোয়ার চৌধুরী
স্বেচ্ছাচারিতা
সারোয়ার চৌধুরী
তোমার তিলে জড়ানো ভোরের অহংকার
আমার শিরদাঁড়া বেয়ে নেমে আসছে
শব্দের তলায় তলায় জমানো নীলে।
রাতের তিনটা খুনের পর চপার ধুতে ধুতে
শিরোনামের ঘুম বালিশে বেঁধে রেখে
পশমে কেঁপে উঠা দংশনলীলায় ঘুরে দাঁড়াই আরেকবার নির্মল হয়ে ওঠার ভাবনায়।
কোথায় যাচ্ছি জানি না।
একদিন ভোরের সূর্য ওঠা দেখে
মনে হয়েছিল তুমি।
ভরা জোস্নার পূর্ণিমার চাঁদ দেখে
মনে হয়েছিল তুমি।
আজ ভোরের সূর্য রোদের আলোয়
ঝুল বারান্দায় ছড়িয়ে আছে জ্বরের গ্রহ।
পূর্ণিমার রজনী অপহরণ আমার জন্যে নয় এখন জ্যোৎস্না ঠেলে দেবো জঙ্গলের আশেপাশে।
তুমিই সেই ফেলে আসা অসুখী মায়া
যার কোথাও লেগে আছে রেটিনার
সিগনেচারে নড়ে উঠা তিলদের স্বেচ্ছাচারিতা।





