“সবুজ বসুন্ধরা” – শাহ আব্দুস সালাম।
বসুন্ধরা আনো তুমি পূর্ণ সজীবতা
সবুজের সমারোহে প্রাণ উচ্ছলতা
নির্জনতা, কূজন-বন, মধু-সৌরভ
প্রকৃতির স্নিগ্ধতা অসীম অনুভব।
তরু-ঢাকা, পত্র-পল্লব, শীতল ছায়া
ঘাসের গালিচায় ভরা মৃত্তিকা মায়া।
পরিচ্ছন্ন পরিমল জলে ভরপুর
উপহারি দাও যুগ গ্লানি কর দুর।
ব্যথাহত প্রাণ কাঁদে করে হাহাকার
শান্ত ধরণী যদি ফিরে পাই আবার।
প্রশস্ত প্রশান্তি দাও স্বস্তির নিশ্বাসে
বাঁচি যেন বাকী দিন প্রচন্ড বিশ্বাসে।
সহেনা মেকি প্রেম সভ্যতা প্রহসন
গ্রহ-রাণী ফিরে এসো করো পদার্পণ।





