“মা” তোমায় খুঁজি — এম হায়দার চৌধুরী

“মা” তোমায় খুঁজি
এম হায়দার চৌধুরী,
~~~~~~~~~~~
মাগো তোমায় খুঁজি আমি
ভুবন মাঝে দিবসযামী ।
সন্ধ্যা প্রাতে দিবালোকে
নিশি জেগে চন্দ্রালোকে।
দিব্যলোকে খোঁজে না পাই
ঊর্ধ্বলোকে নিয়েছো ঠাঁই ।
হৃদয় জুড়ে আছো মাগো
নির্ঘুম চোখে শুধু জাগো।
শিরায় আছো, বুকের ভেতর
নিঃশ্বাসে আছো সকাল সাঁঝে।
নৈসর্গ, নিখাদ মায়ের ভালবাসা
ভূলোকে কোথাও নাইযে আশা।
মাগো তোমার আদর সোহাগ
দেয়না কেহ, পাইযে বিরাগ।
ধরাধামে তুমি-ই একা
তোমার মায়া রক্তে লেখা।
তোমার পরশে দূরে যেতো
দেহ মনের ব্যাধি যত
বৈদ্য ছিলে সকল ব্যাধির
আশা তুমি আঁধার সমাধির।
খাদ্য তুমি সকল ক্ষুধার
রহমত তুমি মহান খোদার
রোগব্যাধিতে স্বস্তি তুমি
ছুঁলে তুমি, নিরোগ আমি
তুমি-ই আমার স্বর্গ শান্তি
ক্ষমা করো সব ভুল ভ্রান্তি।