“মানুষ পরিচয়” – শাহ আব্দুস সালাম।
নহে জাত,অভিজাত, কুলমান-ধন
টিকে রয় নামের সাথে কর্ম-আচরণ।
বড়ত্ব,অহংবোধ যত অহংকারী প্রাণ
বংশ গুণ অবহেলে ধুলায় মিশে মান।
নরের মাঝে সদায় করে নারায়ন বাস
মিলবে তাঁরে করা গেলে মনুষ্যত্ব চাষ
স্রষ্টার গুনাবলী দেখ সৃষ্টিতেই বিরাজ
সৃষ্টির অপমানে তাই স্রষ্টা হয় নারাজ।
অহিংসা,অনুগ্রহ-ধৈর্য্যতে নর মহিয়ান
জগত জুড়ে গায় তখন মানবতা গান।
বংশ সনদ আগে নয় মানুষ নাম প্রথম
মানুষেতে মানুষ থাকে মানুষ অনুপম।
হিতাকাঙ্খা, সদ্ব্যবহার, সৌভিক বচন
ধরায় মাঝে স্থায়ী করে ক্ষণিক জীবন।





