#সাহিত্য ও সংস্কৃতি

বেদনার রঙ – দীপক আমিন।

ব্যথায় বেদনায় বিবর্ন হয়েছ
কঠিন আঘাতে সিক্ত হয়েছ
এখন আর মরনও
তোমায় খোঁজে না,
সময়ও জানি গেছে
তোমায় ভুলে
যা হারিয়েছ চিরতরে
তা কোনদিনও খুঁজে পাবে না,
রাজ হাঁসের ঝরা পালকের মতই
সেসব গেছে ঝরে,
ফেলে আসা রেলপথের মত
তা হারিয়ে গেছে দিগন্তে ।
জলের স্রোত কি সাথে নিয়ে যায়
তোমার অনিন্দ্য রুপের প্রতিফলন,
মেঘেরা কি থেমে যায়
দাঁড়িয়ে তোমায়
সান্তনা দিতে ?
বাতাসের শোন্ শোন্ শব্দ
বলে কাঁন পেতে শোন
বেদনার যে রঙ চারিদিকে ছড়ান ছিটান
সেসব মুছে ফেলে কি লাভ ব’ল ?
হৃদয়ের বাইরে বরঞ্চ তা লেগে থাক,
সমব্যথী অবনত পার্থিব জগত
বেদনার সুন্দর রঙে
প্রতিদিন করুনা ঝরাক
বিকশিত হোক সবখানে,
কোন আশংকা করো না
শ্রাবণের বৃষ্টির জলে
তাই বলে
সেসব ধুয়ে যাবে না ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *