#সাহিত্য ও সংস্কৃতি

বিহানী বাজার — শুয়েব আহমেদ শওকতি

বিহানের হাট,বিয়ানে বাজার
বিহানেই বসিত পন্য বেচা কেনার।
বিহান শব্দ আঞ্চলিক কথ্য ভাষার
প্রবীণ লোকের পৌরাণিক প্রচার।
এভাবে লোক মূখে বিহানী থেকে বিয়ানী
উচ্চারন পরিবর্তনের ধ্বনি প্রতিধ্বনি।
বিহান শব্দে সকাল,বিয়ান শব্দার্থে বেলা
বিহান ও বিয়ানী শব্দ প্রয়োগে এ মেলা।
অতীত নিবাসী প্রাচীন প্রজন্মে
বসবাস করিত সবাই আপন মনে।
এলাকা ছিল টিলাভূমি,বৃক্ষ তরুলতায় ঘেরা
মানুষের চেয়ে ছিল অধিক বন্য জীব জন্তুরা।
দিনের প্রজ্জ্বল আলোয় করিত মানুষ চলাচল
সন্ধ্যার আধার নামতেই স্বাপদ জীব জন্তুর কোলাহল।
চারিদিকে উচুনিচু টিলা আর গহিন জঙ্গলে আবৃত্ত
ভয়ঙ্কর জীব জন্তু ও হিংস্র পশুর সমাগমে আতঙ্ক ।
বন ভরা ছিল পশু পাখি আর সাপের খোড়ল
রাত্রিতে তাদের ভয়ে, ভীত সকল লোকজন।
আলো কমার সাথেই তারা লোকালয়ে করে আগমন
বিশাদর সাপ,হিংস্র জীব জন্তুর অবাধ বিচরন।
এ প্রাদুর্ভাবে বিহানেই হইতো নিত্য কেনা কাটা
সূর্যালোকেই করে সবাই নিজ নিরাপত্তায় আত্মরক্ষা।
জীব জন্তুর উপদ্রবে এলাকাবাসী ছিল ভয়ে আতংকিত
ঘন বন জঙ্গল ঘিরে ছিল সকলের ভয়ভীত।
মানবের চেয়ে বনজ সম্পদ ও জীবজন্তু ছিল অধিক
সবার সমন্নয়ে এলাকাবাসীরা ছিল দুর্বার নির্ভীক।
এভাবে বিহানীবাজার শব্দ হতে বিয়ানীবাজার
কালের পরিবর্তে হলো তার সদ ব্যবহার।
প্রাচীন বিহানীবাজার ছিল প্রাকৃতিক সম্পদের ভান্ডার
বর্তমান বিয়ানীবাজার খ্যাত বৈদেশী মূদ্রার।
সেকালে হিন্দু ও বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল প্রধানত
একালে সংখ্যা গরিষ্ট মুসলিম ধর্মাবলম্বীতে পরিনত।
হিন্দু তীর্থ স্থান সহ বৌদ্ধধর্মীয়দের ছিল খ্যাতি
কালের পরিবর্তে এখন মুসলমানদের প্রধান বসতি।
ধর্ম নির্বিশেষে সবাই করে জীবন যাপন
পারিপার্শিক আত্মীয়তায় হয়ে আপন জন।
প্রারম্ভ হতে সকালেই বাজারে আসে ক্রেতা বিক্রেতা
দৈনন্দিন ক্রয় বিক্রয়ে মিঠায় তাদের প্রয়োজনীয়তা।
এই মর্মে রক্ষিত বিহানীবাজারের ইতিকথা
সেই মতে সুরক্ষিত বিয়ানীবাজারের রুপকথা।
অসংখ্য জ্ঞানী গুনী পন্ডিত বিদ্যান বিদূষীর জন্মস্থান
কত রাজা বাদশা মণী ঋষী দরবেশের হয় পদার্পন।
নদী নালা,খাল বিল,আর হাওড় বাওড়ে বেষ্টিত
কি মনরোম বিয়ানীবাজারের প্রাকৃতিক সৌন্দর্য।
অতীতে বাড়িঘর ছিল,বাশ,মৃত্তিকা,বৃক্ষ ও খড়ের তৈরী
বর্তমানে আধুনিক পাকা দালান সব ঘর বাড়ি।
উন্নত প্রকৌশলে সারী সারী বাড়িঘর আর দালান
দেখতে নয়নাভিরাম যেন অপূর্ব তার নব উল্থান।
গাড়ীবাড়ি আসবাভপত্র আধুনিক যন্ত্রাদিতে ভরপূর
আপন রীতি ছেড়ে পশ্চিমা প্রকৃতিতে যেন সবাই বিভোর।
প্রাচীন বিহানী বাজার ছিল মহারণ্য
বর্তমান বিয়ানী বাজার বনানী শূন্য।
পৃথিবীর আনাচে কানাছে মোদের আদিবাসী
আপন সত্তায় গৌরবান্নিত মোরা বিয়ানীবাজারী।
বিয়ানীবাজারের ঐতিহ্য বাংলার ইতিহাসের অমূল্য সম্পদ
বাংলাদেশের মানচিত্রে বিয়ানীবাজার এক সমৃদ্ধ জনপদ।
নর-নারী,শিশু-কিশোর,আবাল-বৃদ্ধের প্রেমময় অবস্থান
বিহানী বাজার অঞ্চল যেন এক গণ উদ্যান।
বিহানীবাজার রত্নগর্ভা একখন্ড কষ্টি ভূমি
ফলফসল,শাকসব্জি আর খনিজ সম্পদ গর্ভধারিনী।
ভূমন্ডলে চন্দ্র,সূর্য,গ্রহ,নক্ষত্র যত দিন রবে
বিহানী বাজারের অক্ষয়ী কৃর্তি প্রজ্জ্বলিত হবে।
এভূখন্ডের খ্যাতি অক্ষত রবে পৃথিবীর মানচিত্রে
পঞ্চখন্ডের খ্যাতি গর্বিত মোদের কৃতিত্বের বৈচিত্রে।
বিহানী শব্দ বিলুপ্ত আজ;বিয়ানী হলো প্রযোজ্য
বিয়ানীবাজারের নাম,বিহানীবাজারই ছিল প্রকৃত।
ঐতিহ্যবাহি পঞ্চখন্ডের সুনাম ধন্য বিহানীবাজার
উচ্ছারন পরিবর্তনে বর্তমান নাম বিয়ানীবাজার।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *