বাংলা ভাষা – সামছুদ্দোহা ফজল সিদ্দিকী।

বাংলায় হাসি বাংলায় ভাসি
বাংলায় জেগে রই,
বাংলায় লিখি বাংলায় শিখি
বাংলায় কথা কই।
বাংলায় কাঁদি বাংলায় রাধি
বাংলায় খেয়ে লই,
বাংলায় সাথী বাংলায় রাতি
বাংলায় পাতি সই।
বাংলায় চেনা বাংলায় শুনা
বাংলায় সুখী হই,
বাংলায় চলি বাংলায় বলি
মাগো তুমি কই।