#সাহিত্য ও সংস্কৃতি

‘প্রেমের শতদল’ – শাহ আব্দুস সালাম।

হাজারো বার বলেছি তোমায়
তোমাকেই শুধু ভালোবাসি
বিশ্বাস করনি ভুলেও একবার
উড়িয়ে দিয়েছ হাসি হাসি।

বলেছে তোমাকে আমার হৃদয়
তুমিই প্রথম প্রেমের ফুল
যদি ছুঁয়ে দেখ ঐ হৃদয় কমল
সুরভী ঘ্রাণে হবে মশগুল।

ঢেলেছিলাম তোমার কর্ণকুহরে
অভিসারের সকল সংলাপ
হৃদয়ের জানালা অবারিত করে
ব‍্যক্ত করেছি আত্মবিলাপ।

যৌবন দিনের যতো বসন্ত গান
গেয়ে গেছি তোমারো লাগি
প্রণয় তুলিতে ভালোবাসার ছবি
এঁকেছি প্রতি নিশি জাগি।

লেখেছি অনবদ‍্য প্রেমের কাব‍্য
ছন্দে সুরে শব্দে অনুপ্রাস
প্রেমের গন্ধে, আবেগ আনন্দে
গেঁথেছি মালা বারো মাস।

অভিলাষ ছিল একটিই প্রয়াস
হৃদয়ের পদ্ম দিতে উপহার
অটুট বাঁধনের সে ফুল মালা
তাই পরাতে চেয়েছি বহুবার।

পেতে শুধু ভালোবাসার পরশ
ফুটাতে প্রেমের ফুল বাগান
হৃদয় সিন্ধুর ভালোবাসার জল
বৃক্ষের মূলেতে করেছি দান।

সঁপেছি মনো প্রাণ কুণ্ঠাবিহীন
কুড়াতে কাঁটার নীল কমল
তথাপি পারিনি আজো ফুটাতে
তোমারই প্রেমের শতদল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *