‘প্রশান্তির নীড়’ – শাহ আব্দুস সালাম।

মুগ্ধতার রাশি ফুল পড়ে যায় লুটে
সবুজের কিশলয়ে নব পত্র পুটে।
গৌরবে সৌরভ যেন স্থিতিহীন গতি
ছড়ায়ে বেড়ায় যথা উন্মাদনা মতি।
শতরূপে অপরূপে যথায় তথায়
একুলে সেকুলে ভ্রমে চকরিনী পায়।
কি যে সুধা লুকায়িত ওই মাঠ ঘাটে
স্মৃতির নোঙ্গর পুঁতা আবেগের বাটে
অনুভবে অহর্নিশি মনে প্রাণে ধরি
আজি তবু আমি হায় রয়েছি কিঙ্করি
স্মৃতির চারণ ভূমে করে বিচরণ
অবুঝ মনে বুঝেনা মানেনা দমন।
খুঁজে ফিরে তরু লতা কুঞ্জফুল ভীড়
পাথুরে জীবন ছেড়ে গ্রামে গড়ে নীড়।
তাপিত দহিত প্রাণ সভ্যতার ছলে
মুক্তির বাসনা চাহে গ্রাম ছায়াতলে।
ছেড়ে যাও হে সভ্যতা কঠিন ভীষণ
আরামে ঘুমাতে দাও বাকিটা জীবন।
পাখি ডাকা ছায়া ঘেরা প্রতিটি কানায়
দাও মোরে সেই গ্রাম সবুজ ছায়ায়।