পাষাণী -৩ : সামছুদ্দোহা ফজল সিদ্দিকী
ভালোবাসার কাঙাল আমি
আসি তোমার কাছে,
মানি নাতো কোন বাধা
কি বলে কে পাছে।
অন্তর আমার পুড়ে কালা
বলো সর্ব-নাশী,
একটু সুখের পরশ নিতে
তোমার কাছে আসি।
কত কষ্ট আছে বুকে
কারে বলো বলি,
শত দুঃখের জ্বালা নিয়ে
একা একা চলি।
কেউ বুঝে না মনের কথা
কেউ বুঝে না ব্যথা,
কেউ দেখে দেয় অট্টহাসি
কেউ রাখে না কথা।
জ্বালায় জ্বলে পুড়ে মরি
পাগল বলো আমি!
আমায় পাগল করে বন্ধু
ভালো হলে তুমি!





