নারীর মর্যাদা — —আফিয়া বেগম শিরি
নারীর মর্যাদা
—আফিয়া বেগম শিরি
নষ্টা নামে নারীকে যারা আখ্যায়িত করে
স্ত্রী কন্যা মা বোন হয়ে আছে তাদের ঘরে
বুঝতো যদি এই ডাকের কষ্ট আর যন্ত্রনা
দীর্ঘ শ্বাসের অন্তরালে লুকানো বেদনা
মিথ্যে যদি দেওয়া হয় সেই অপবাদ তারে
আল্লাহর আরশ কেপে ওঠে এই ডাকের পরে
ভাবতো যদি ছিলো একদিন এই নারীর পেটে
দুনিয়ায় এনেছে তারে অনেক কষ্টে খেটে
দশ মাস দশ দিন গর্ভে করেছে বসবাস যার
নষ্টার তকমা গায়ে লেপন পায় কি শোভা তার
এই নারীই হতে পারতো তার আদরের বোন
নষ্টা নামে ডাকলে তারে চড়তো মাথায় খুন
হতে পারতো তার জীবনের সুখ দু:খের সাথী
বুকের ভেতর লুকিয়ে থাকতো মধুময় স্মৃতি
হতো পারতো সেই নারী তার বুকেরই ধন
বাবা ডাক দিতো যখন জুড়িয়ে যেতো মন
বাবার ঘরের লক্ষী কন্যা স্বামীর ঘরের বধু
এই নারীর ভেতর আছে শান্তি নামের যাদু
নিজের ঘরে মেয়ে যারা সবাই ভদ্র নারী
আর বাকী যারা আছে সবাই পর নারী
পর নারীতে আসক্ত হয়ে করেছো লুকোচুরি
নষ্টা বলে এখন তারে করছো বাহাদুরী
এই মনোভাব যাদের ভেতর সদা কাজ করে
অপরাধ বোধে দগ্ধ হয়ে আজীবন পুড়ে….





