নষ্টালজিয়া —- সারোয়ার চৈাধুরী
নষ্টালজিয়া
সারোয়ার চৈাধুরী
তুমি এসেছিলে বলেই আবার জেগে উঠলো ঘুম ভাঙ্গানোর কবিতা
জারুল গাছটা বেশ এলোমেলো হয়ে উঠলো
মেহগনি প্রচ্ছদে
উঠোনের এক কোনে কামিনী গাছটা মেলে ধরলো মলাটবদ্ধ বায়ান্ন পাতা
আর কদম গাছকে জিজ্ঞেস করলো তুমি কখনো হেঁটেছো বাতাসে ?
ইচ্ছে হলে সে হাঁটতেও পারে বলেছিলো কখনো
কামিনী ও সেই কথা রেখেছিলো মনে
শুধু ভুলে গেছে পরতে কপালে লাল টিপ
হাসি হাসি মুখটা বিষন্নতায় উঁকি দেয়া নষ্টালজিয়ার ছায়া !
আর কদম !
শ্যাওলা স্রোতে ভাসমান
পাথর থেকে পাথরে আছড়ে পড়ে
বলে উঠলো মলাট খুলে মেলে ধরো তিপ্পান্ন পাতা
নিরাময়ে টানো তোমার কোঠরে
অথবা- দৃশ্য শুন্য কর হেঁটে বেড়াই বাতাসের গভীরে
ক্ষতময় করে দাও তোমার বিষন্নতার ঠোকরে।





