তুমি —- সারোয়ার চৌধুরী
তুমি
সারোয়ার চৌধুরী
আমি যখন তোমায় বলি,
তোমার কাজল কালো চোখে
আছে এক প্রমত্ত নদী;
ইচ্ছে করে সে নদীতে ডুবে মরি।
তুমি বলো – এ কবিতা,
সুন্দর, অসাধারন, মুগ্ধতা!
আমি যখন তোমায় বলি,
তোমার খোলা চুলে স্বপ্নরা দুলছে;
বিষ্ময়ের ঘোরে চাই – “ডুবে থাকতে”।
তুমি বলো – এ ও কবিতা,
অপূর্ব, চমতকার, শুভেচ্ছা!
আমি যখন তোমায় বলি,
আয়ত লাবন্যে অপরূপ তোমার নাকের নথ;
যেন আমার হারিয়ে যাওয়া জীবনের প্রচ্ছদ।
তুমি তখনও বল – এ কবিতা,
অনবদ্য, অনিন্দ্য সুন্দর, ভালবাসা!
আমি যখন তোমায় বলি,
তোমার ঐ গোলাপি অধরে
ছুটে যেতে ইচ্ছে করে ;
টুকরো টুকরো কিছু স্বপ্ন নিয়ে।
আবারও তুমি বল – এ কবিতা,
পাগলামি – আজাইরা!
আমি তখন বলি,
এ কবিতা নয়,আমার অনুভূতি – ভালবাসি।
তুমি বলো – ভালবাসাকে আমি ঘৃণা করি!
আর আমি বলি -” ভালবাসাকে ভালবাসি”।





