তুমিই অপরাজিতা — সারোয়ার চৌধুরী
তুমিই অপরাজিতা
সারোয়ার চৌধুর
রাত এগার বেজে বাইশ মিনিট,
ঘড়ির কাঁটাগুলো দেয়ালে ঘুরছে ।
তোমাকে শুন্যে মেলে ধরা যে প্রজাপতি,
বুকের হলুদ মাঠে জ্বলে ওঠা যে জোনাকি,
সে অন্য কেউ নয়, অপরাজিতা।
সে আমি।
সে আমি, যে মৃত্যুর পরেও বারবার ফিরে আসব।
বারবার ফিরে আসব তোমার চোখ চলচ্চিত্রে,
ঠোঁট বুলেটিনে,
বুকের মিছিলে কান পেতে তোমায় শুনবো বলে।
আজও ,
আজও আমি প্রতি বর্ষায় প্রতি ফোঁটা বৃষ্টিতে,
তোমার চুল থেকে পায়ের নখ পর্যন্ত ছুঁয়ে যাই অনুমতিহীন।
আজও ” প্রেমিক মরে গেলে কবি হয়।”
ভেসে বেড়াই উত্তর থেকে দক্ষিণ আর পশ্চিমে।
কেবল যাওয়া হয়না পুবে।
তোমার জানলার ঠিক পুবেই আমি শুয়ে থাকব মৃত্যু পরবর্তী ৫৬ বছর।
কেবল তোমায় ভালোবেসে।





