#সাহিত্য ও সংস্কৃতি

‘ঝরাফুলে শিহরণ’ – শাহ আব্দুস সালাম।

আমার প্রেম বাগের ফুল দিতে গলে
অসময় অবেলায় কে গো তুমি এলে?
মোহভাব ভ্রান্তি নাকি ইচ্ছা পুষে মনে!
কেনো তুমি উন্মাদিনী ঝরা ফুল বনে?
কুঞ্জ বনে পুষ্প পত্রে স্পর্শ যদি আসে
সুরভী ছড়িয়ে দিবে আত্ম-সুখ ত্রাসে।
অলি ডানা নিত‍্য মেলে চিত্ত অভিলাষ
ঝরা ফুলে চালু হবে বসন্ত বাতাস !
বিরহী কোকিল মোর পাবে গত সাথী
ভুলে যাবে ব‍্যথা ভরা পুঞ্জিভূত রাতি।
সুখেরি মিলনে বেঁধে সাজাবে বাসর
দুটি দেহে এক প্রাণ অভিন্ন দোসর!
বিগত বঞ্চিত প্রাপ্তি নিবে কাছে টানি
প্রিয় চুমে দূরে যাবে বিরহের গ্লানি।
ভেঙ্গে দিতে ব‍্যথাহত বেদনার বাঁধ
নিঝুম রাতে জাগবে ঐ পূর্ণিমা চাঁদ।
তবু যে আশার চাঁদ দূরাশায় ঘেরা
কল্পনা আকাশে শুধু বৃথা ঘুরা ফেরা।
মৃত্তিকা বিরহে নভো ক্রন্দসীর প্রিয়া
তবু সাধে দূর হতে প্রতীক্ষিত হিয়া।
যায় না ছোঁয়া যারেই প্রেম কি তাহাই?
স্বপ্নে আমি ভালোবেসে তাঁর গান গাই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *