#সাহিত্য ও সংস্কৃতি

চেটে খা, লুটে খা ! —- ইমরান খান

চেটে খা, লুটে খা !

চেটেচুটে খা, লুটেপুটে খা !
চাল, ডাল, তেল-
ঢেলে দেই ?
দেখি, করতো দেখি হা !
কতো খেলে পরে তোর, ফুরাবে ক্ষুধা ?

লাজ-শরমের বালাই খেয়েছিস
বিবেকটাকেও এবার, চুষে চুষে খা
কিম্ভুত, সর্বভুক তোরা;
মানুষের মতো দেখতে,
কিছু অমানুষের ছা !

কাঁচা লঙ্কা , পেয়াজ, সর্ষের তেল মেখে –
খা, নি:স্বের শেষ কবল !
কি ? খুব মজা ?
না, না … পর্ব শেষ নয়, নয় এতো সোজা !
বিচার খুব কাছে, হিসেবও লেখা আছে,
কতো খেতে পার মিঞা,
অচিরেই যাবে বুঝা ।।

ইমরান
১৮.০৪.২০২০

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *