খুঁজে ফিরি – শামীমা এম রিতু।
দুই নয়নের মনি তুমি
বর্ণহীন স্পন্দন
আলোয় আশায় কাটে বেলা
নিশীথ রবি হে সুজন!
নীল আকাশের ধ্রুবতারা
ঝিনুক বুকের মানিক
জলে ভাসা পদ্ম তুমি
উড়ে বেড়াও দিগ-বিদ্বিক।
পাহাড় বুকের ঝর্ণাধারা
নীড় হারা এক পাখি
ব্যাকুল হৃদয় চুপিসারে
তোমায় শুধু ডাকি।





