#সাহিত্য ও সংস্কৃতি

আমি মুসাফির — এম হায়দার চৌধুরী

আমি মুসাফির
÷=÷=÷=÷=÷=
=•= এম হায়দার চৌধুরী =•=

আহলে বাইত, নবীবংশ নবীর অংশ নবীজীর ধন,
আহলে বাইতের মর্যাদা কত? তা জানে কয়জন?

তাদের পরিশুদ্ধতার বানী, স্রষ্টার ঘোষণা কিতাবে,
শ্রেষ্ঠ মর্যাদায় আসীন তারা, সব আদমের কাতারে।

লক্ষ্য যোজন যোজন দূর, পথের মাঝে বিশ্রাম সুদূর
ক্ষণকালের এই পান্থশালায়, আমরা সবাই মুসাফির।

পথের শেষে, পথ যেখানে মিশে ঝলকানি ভয়ঙ্কর
যেতেতো হবেই, যেতে না চাইলেও শঙ্কা নিরন্তর।

ভয়ে মরি কিযে করি আত্মগোপনে নিস্তার নাই
হেলায় খেলেছি এপারে, কোন মুখে ওপারে যাই?

কান্ডারি মোর ভান্ডারে বসে দেখিবে কি আমারে
নবীদের নবী, দেখিবেন সবি সহস্র সালাম তোমারে।

দিন থাকতে দীনের কদর করিনি আমি মোটে
দিনশেষে নিদান কালে, কি যেন কপালে জোটে।

ভুল পথের পথিক আমি, সদা সঠিকের সন্ধানী
ভুল সঠিকের ব্যাখ্যা খুঁজে বেড়াই দিবসযামী।

হে মাবুদ, চালাও আমারে রাসূলের দেখানো পথে
যেতে যেতে পরপারে মরুচারীর পাদুকার সাথে।

কারবালার করুন কাহিনী স্মরণ, করে কী মুসলিম?
বিশ্বনবীর আদরের ধন কতল করেছে জালিম।

নবী দুলালী, জান্নাতবাসিনী ফাতেমা জননী
উসিলায় নাজাত হোক মোদের ললাটে লিখনী।

হোসাইনের লালখুনে আঁকা হলো ইসলামের মানচিত্র
যুগ যুগান্তরে লেখা রবে এ আত্মত্যাগ পুতপবিত্র।

নবীর সাথে, নবীর পথে আহলে বাইতের মতে
ক্ষমা করে দাও আমাদের ক্ষমাপ্রাপ্তদের সাথে।

ললাটে জুটে যদি আল-আমিনের চরণ ছুঁয়া ধুলি
যেতে রাজি কবরদেশেতে একান্তে নিরিবিলি।

হে দয়াময় শেষ বিচারের মালিক রহিম রহমান,
আমি অধম পাপীকে করেন নবীর সাফায়াত দান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *