‘আদিম পৃথিবী ফেরত চাই’ – শাহ আব্দুস সালাম।
এতো সুন্দর তোমার বিশাল রাজ্য
আবাসনের কি অভাব আছে
তবে কেন বাস্তুচ্যুত মানুষ
বাসস্থান মাগে তোমার কাছে।
মাথা গোজাবার একটু মাটি
মিলেনা মাটির এ পৃথিবীতে
বিনিদ্র রজনী বিছানা বিহীন
বস্র বিহনে কনকনে শীতে।
চমকিত চোখে খুঁজে ফিরে
নিরাপদ আশ্রয়ের সন্ধানে
হরিণীর মতো নিত্য ধাবমান
মৃত্যু শঙ্কার আশঙ্কা প্রাণে।
আশ্রয় দিতে তৈরি করেছ তুমি
চির সবুজের এই বসুন্ধরা
তবে কেন আজ আশ্রয়হীনা
নিজেদের ভিটায় রোহিঙ্গারা।
আশ্রয় অযোগ্য হয়েছে ধরা
দানব পশুদের পদভারে
তবে কি ধরা শ্বাপদ-সংকুল
হিংস্র জানোয়ারের অধিকারে।
অতএব এখন খুব জরুরি
ঝুকিপূর্ণ মেদিনী ভেঙ্গে দিতে
যেখানে আছে বাঁচার অধিকার
সেই পৃথিবী আজ ফিরে পেতে।
দেশে দেশে আজ বাতাস ভারী
শোষিত বঞ্চিতের আর্তনাদে
নিজের দেশে পরবাসী হয়ে
ধুকে ধুকে মরে মরণ ফাঁদে।
হৃদয়ে বড় ব্যথা বেশী লাগে
দেখলে অসহায় মানুষের মুখ
এমনকি তাদের ছিল অপরাধ
সইতে হচ্ছে শোক আর ভুখ।
ক্ষুধায় কাতরায় বনি আদম
তবুও কি ইনসান আ’যুলা
বিবেকহীন বিশ্বে ক্ষুধার্ত শিশু
অন্নের বদলে খায় বারুদ-গোলা।
দুনিয়া জুড়ে ফলে এতো ফসল
খাদ্য শষ্যের বিশাল ভান্ডার
তারপরেও কোটি কোটি মানুষ
একবেলা পায়না ঠিকমতো আহার।
এসব খাদ্য এতোসব সম্পদ
নিয়েছে রাক্ষস তার নিজ দখলে
বঞ্চিত বিশ্বের হক্ব নেই এখানে
হাইজ্যাক করেছে পুজিবাদী দলে।
কেউ পায়না দিনে দু’মুটো ভাত
সংস্থানের নেই কোনো বাসস্থান
পথ শিশুর মুখে লাথি মেরে
উড়ে গনতন্ত্রের বিজয় নিশান।
কেউ গাছতলা কেউ সাত তলা
গনতন্ত্রের এ কোন ব্যবহার
এ কোন নিয়ম এ কোন নীতি
নাই যেখানে সমানাধিকার।
কার যে শুনলে না পায় হাসি
দেখলে গনতন্ত্রের এ সব বিধান
যে বিধানের শুধু দেহ আছে
ভিতরে যার নাই রে প্রাণ।
কেন রচিত এতো গ্রন্থ শাস্র
কেন গবেষণা বছর বছর
যদি না হয় বাস্তবের প্রয়োগ
তবে তা ভিত্তিহীন তাসের ঘর।
সমাজতত্ত্বের সমাজকাঠামো
ফুটালোনা হাসি বাঁশির ফুঁকে
সে সুর ও বনে হারিয়ে গেল
হাহাকার বেদনা নিয়ে বুকে।
তবে পুঁজিবাদ আজ পুরো সফল
মজলুম জনতার ঘাড়ে ধরে
জানেনা পতঙ্গ আগুনের ধর্ম
মরিচীকা কুহকে পুড়ে মরে।
সভ্যতার লেবাসে চড়া শোষন
ধরা ছোঁয়ার বাহির নাগালে
ভুখা নাঙ্গার দল মাছের মতো
মরে বিদ্যুতের অদৃশ্য জালে।
দাতা হয়ে যারা পাশে দাঁড়ায়
যাচে ভালবাসা সস্তা দামে
এসব কিন্তু পুঁজিবাদের দালাল
কালো টাকার সংস্থা নামে-বেনামে।
আন্তর্জাতিক মানে ঘাতক খুনি
বিশ্ব বেঈমান যারা পরিক্ষীত
সাম্রাজ্যবাদী সংঘের পুরস্কারে
ঐ মানুষ খেকোরা আজ পুরস্কৃত।
সংঘ,সংস্থা,আর দাতা বলো
অন্ন,বস্র,বাসস্থান চাই-ই-চাই
যদি ফেরত না দাও অধিকার
তবে তোমাদের বিদায় জানাই।
তন্র মন্রের যত ভূয়া বাণিজ্য
দুর হয়ে যাক আজ পুরোটাই
ক্ষুধা,বঞ্চনা,আর্তনাদমুক্ত
আদিম পৃথিবী মোরা ফেরত চাই।





