‘অসমাপ্ত প্রতীক্ষা’ – শাহ আব্দুস সালাম।

কে আলোচনা কে করে সমালোচনা
ধারিনা আমি তারই ধার
প্রেমের বাসিন্দা হাতে প্রেমের সারিন্দা
ভালোবাসা করি সম্প্রচার।
এদিকে ওদিকে খুঁজে ফিরি চারদিকে
মন্থন করে যাই পারাবার
একুল বলে ওকুলে যাই যদি পাল তুলে
পাব সীমান্তে সন্ধান তাঁর।
ছুটে যাই উভয় পারে পাইনি তবু তাঁরে
হৃদয়েতে বাজে হাহাকার
হয়ত পাব বলে বেঁচে আছি বিশ্বাস বলে
যদি হয় কভু সাক্ষাতকার।
ভালোবাসা বিহনে থাকি বলো কেমনে
সহেনা অবহেলা প্রতীক্ষার
মানেনা মানেনা মন পথ চাওয়া প্রহসন
রিক্ত তিক্ত এ মন বারংবার।
করনা দেরী আর খুলো খুলো রুদ্ধদ্বার
টেনে নাও বুকেতে তোমার
দেখব নয়নো ভরে সঁপে প্রাণ অকাতরে
চির বিরহী মনটা যে আমার।
তুমি কি গেছ ভুলে পাইনা কোনো কুলে
তাইতো তুমি শুননি একবার
বেশি ভালো বাসি তাই আমার মূল্য নাই
চাইবনা কভু তোমাকে আর।