“অতীত স্মৃতি” – শাহ আব্দুস সালাম।
প্রসন্ন দেহ মন, যদি জীবন্ত প্রাণে
কল্পনায় জাল বাঁধে, অনুভূতি ঘ্রাণে।
দিবানিশি রেখে দিলে প্রেমের বাঁধনে
কাছে তারে পাওয়া যায়, উদগ্র টানে।
প্রাপ্তির প্রত্যাশায়,থাকলে শক্তি জোর
সহসা ছিড়ে আসে অপ্রাপ্তির ডোর।
অতীত বিবর হতে,নিলে টেনে তারে
চিরদিন সঙ্গী হয়, দাড়ায় দোয়ারে।
বিষন্নতা পরিহারি,থেকে স্মৃতি ঘরে
পরশ বুলায় মনে, তা চিরকাল ধরে।
তাই তা যতনে যদি রাখা যায় প্রাণে
নিত্য করে আসা যাওয়া প্রচণ্ড টানে।
অতিশয় সঙ্গোপনে, রয় বিরহ ডোরে
অন্তর জুড়ে অন্তরালে প্রভাত-ভোরে।
ডেকে যায় নিরবে,মনের গহীন কোণে
যার আছে অনুভূতি সে-ই শুধু শুনে।
হিরম্ময় স্মৃতি কথা ক্ষণিক আনন্দ
সুর হয়ে শত স্বরে বেজে ওঠে ছন্দ।
পৃথিবীর মানসপটে অতীতের স্মৃতি
নির্জনে জন্ম দেয় ভূবনজয়ী গীতি।





