#রাজনীতি

খালেদা জিয়ার বিষয়ে সরকারের আর কিছু করার নেই : স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানো নিয়ে সরকারের আর কিছুই করার নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, আইনমন্ত্রী নথিতে জানিয়েছেন যে আইন অনুযায়ী এ বিষয়ে কোনো সুযোগ নেই। কাজেই আমরা কিছু করতে পারছি না।

বুধবার চট্টগ্রামের চান্দগাঁওয়ে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন মন্ত্রী।

কক্সবাজারে ধর্ষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমমন্ত্রী বলেন, কক্সবাজারের ঘটনায় মামলা রেকর্ড হয়েছে, এটা তদন্ত চলছে। তদন্তাধীন কোনো মামলায় আমরা মন্তব্য করতে পারি না। তদন্তের পরে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। তবে অপরাধীকে কোনোভাবেই ছাড় দেয়া হবে না। কক্সবাজারের ঘটনা সরকার কঠোরভাবে পর্যবেক্ষণ করছে।

অনুষ্টানে চট্টগ্রাম-৮ আসনের সাংসদ ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন, মহানগর আওয়ামী লীগের কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক আজম নাছির উদ্দীন, চসিক মেয়র রেজাউল করিম চৌধুরী, মহানগর মহিলা লীগের সভাপতি হাসিনা মহিউদ্দিনসহ অনান্যরা বক্তব্য রাখেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *