#রাজনীতি

আইভীর সব কথার জবাব ১৬ তারিখের পর : শামীম ওসমান।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে নৌকার পক্ষেই মাঠে থাকার ঘোষণা দিয়েছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান। সোমবার সাম্প্রতিক নানা ইস্যু নিয়ে নারায়ণগঞ্জে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।

দুপুর সোয়া ২টার দিকে সংবাদ সম্মেলনে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ নৌকার ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। এখানে অন্য কোনো খেলা খেলার চেষ্টা করবেন না। কে প্রার্থী, হু কেয়ারস? প্রার্থী আম গাছ হোক, আর কলাগাছ হোক। সবসময় নৌকার প্রতি সাপোর্ট। আজ থেকে নৌকার হয়ে মাঠে নামলাম।

স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারের উদ্দেশে শামীম বলেন, আমার মনে হয় না নারায়ণগঞ্জে বিএনপি-জামায়াতের ওই ক্ষমতা আছে যে নৌকাকে ডুবায়ে দেবে। হাতি সাইজে বড় হতে পারে; আমরা হাতি কাঁধে নিয়ে দৌড় দেব, কিন্তু নৌকার ওপর উঠতে দেবো না।

নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য আরো বলেন, আমার বাবা মৃত্যুর ১৫ মিনিট আগে আমাদের পরিবারকে, আমাদের তিন ভাইয়ের হাত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাতে তুলে দিয়েছিলেন আওয়ামী লীগের জন্য জীবন দিতে। গোপালগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম হয়েছে সত্যি, কিন্তু নারায়ণগঞ্জের মানুষ আওয়ামী লীগের জন্য সব রকম ত্যাগ-তিতিক্ষা করবে। নির্বাচন তো একটা ছোট্ট বিষয়। আওয়ামী লীগ পরিবারের মধ্যে মান-অভিমান থাকবে। সবকিছু ছেড়ে আসেন।

নির্বাচন নিয়ে সাম্প্রতি সময়ে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকারকে শামীম ওসমানের প্রার্থী বলে মন্তব্য করেন নৌকা প্রতীকের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে শামীম বলেন, আইভীর সব কথার জবাব ১৬ তারিখের বিজয়ের পর দেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *