হেল্পিং হ্যান্ডস চ্যারিটির পক্ষ থেকে মাস্ক বিতরণ কর্মসূচি।

হেল্পিং হ্যান্ডস চ্যারিটি,চৌকিদেখী সিলেট এর উদ্যোগে, ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট শহরের বিভিন্ন স্থানে সর্বস্তরের জনসাধারণের মধ্যে পর্যায়ক্রমে ১৬ হাজার মাস্ক বিতরণ কার্যক্রম হাতে নেয়া হয়েছে। এরই অংশ হিসেবে মহান বিজয় দিবসে কার্যক্রমটির সূচনা করা হবে পূবালী ব্যাংক চৌকেদেখী শাখার সম্মুখ হতে দুপুর ১টায়। উক্ত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ছাড়াও শহরের বিভিন্ন স্থান হতে অতিথী সমাগমের আশাবাদ ব্যক্ত করেছেন প্রতিষ্ঠানটির সভাপতি বিমল দেবনাথ। তিনি বলেন, সিলেট শহরের যেকোন জায়গায় মাস্ক বিতরনের প্রয়োজনীয়তা অনুভব করলে, যে কেউ তার সাথে নিম্নোক্ত ঠিকানা / নম্বরে যোগাযোগ করতে পারেন।
বিনীত :
বিমল দেবনাথ
প্রতিষ্ঠাতা সভাপতি
হেল্পিং হ্যান্ডস চ্যারিটি
চৌকিদেখী সিলেট।
মোবাইল:01711938762.
ইমেইল: bimol938762@gmail.com.