সাকিব কে মেরেই ফেলা হোক !

তাহসিন এম খান : ঢেকি নাকি স্বর্গে গেলেও ধান ভানে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড প্রেসিডেন্ট এর অনেক পরিচয় আছে। তিনি একাধারে বোর্ড প্রেসিডেন্ট, বেক্সিমকোর সি ই ও, সাবেক রাষ্ট্রপতির পুত্র, এবং একজন সংসদ সদস্য। সর্বপরি তিনি একজন রাজনীতিবিদ।
একজন রাজনীতিবিদ সে যেখানেই যে অবস্থায় ই থাকুক, সব সময় রাজনৈতিক ভাবে একটা খেলে দেয়ার টেন্ডেন্সি তার মধ্যে থাকবে। সচরাচর এটাই হয়ে থাকে।
বর্তমানে বাংলাদেশ ক্রিকেট এর টক অফ দ্যা মোমেন্ট হল, সাকিব আল হাসান এর আই পি এল এ খেলা। এখানে খুব চমৎকার ভাবে যে জিনিসটা উপস্থাপন করা হচ্ছে সেটি হচ্ছে, টাকার জন্যে সাকিব আল হাসান দেশের হয়ে খেলতে চাচ্ছেন না।
পরিসংখ্যানে ক্রিকেট শেখা সাংবাদিক রাও যেন কাচ্চির মদ্ধে অতিরিক্ত দুই পিস মাংশ পেয়ে গেছেন, এমন ভাবে ঝাপিয়ে পড়েছেন।
আর আমরা যারা স্বাধিনতা দিবসে, বিজয় দিবস এ পহেলা বৈশাখ এ পরিবারের জন্যে শপিং করে, নিজেকে বাংগালী চেতনায় চেতা বোঝাতে, ঘুষের টাকায় কোনও ছাড় দেই না, তারা করছি ছি ছি এমন একজন কে, যে কিনা বাংলাদেশে কে অনেকের থেকে অনেক বেশি দিয়েছে?
আমরা ইচ্ছামত কর ফাঁকি দেই, এখানে সেখানে ময়লা আবর্জনা ফেলি অথবা দুটো পয়সার জন্যে ইমান আর দেশপ্রেম এর ব্যাবসা করি অহরহ। অথচ আমরাই সাকিব না খেলায় তাকে বেইমান বলছি অকপটে।
আমি জানি না কতজন একটি টিভি চ্যানেল এ বিশ্বসেরা এই অলরাউন্ডার এর সাক্ষাৎকার দেখেছেন। যেখানে সে বলেছে, তার ইচ্ছা শুধু দুইটা টুর্নামেন্ট খেলা একটা ইংল্যান্ড এ আর আরেকটা আই পি এল এ। সে বোর্ডের কাছে ছুটি চেয়েছে। বোর্ড যোদি ছুটি দেয় তবেই সে আই পি এল এ খেলবে। আরেক প্রশ্নের জবাবে ২০২৩ এর বিশ্বকাপ জেতার ইচ্ছাটাও মুচকি হেসে বলে সে।
নিঃসন্দেহে বোর্ড প্রেসিডেন্ট এর রাজনৈতিক মার প্যাচ এ সাকিব রাতারাতি আবারও বনে গেল অপরাধী। যে ছেলে দেশ কে এত দিন সার্ভিস দিয়ে এসেছে, যে ছেলে কে ক্রিকেটের ফেইস অফ বাংলাদেশ বলা যায়, কেবলমাত্র একটা টুর্নামেন্ট না খেলার কারণে আপনি তার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলবেন? তার মন নেই? কষ্ট লাগে না তার? বলবেন দেশ তাকে অনেক কিছু দিয়েছে। দেশ ত আপনাকেও অনেক কিছু দিয়েছে, আপনি দেশ কে কি দিয়েছেন?
আবারও সেই পুরনো কথা বলতে হয়, যেই দেশে গুনির কদর নাই সেই দেশে গুনি জন্মায় না। সাকিব ছাড়া বাংলাদেশ কে সবাই দেখেছি। তার কেন্দ্রীয় চুক্তি বাতিল করছেন, ক্ষতি কার করছেন? সাকিব ত সাকিব হয়ে গেছে। দেশের ক্রিকেট কি সাকিব এর স্ট্যান্ডার্ড এ গেছে?
এতদিন এ আরেকটা সাকিব বানাতে পারলেন না আর সাকিব এর দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলছেন। তার চেয়ে বরং এক কাজ করলে কেমন হয়? না হয় মেরেই ফেলেন এই সাকিব কে…
তাহসিন এম খান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সমাজকর্মী, ও স্ট্যান্ড আপ কমেডিয়ান ।