#পাঠক সমাচার

বি শ্বা স ঘা ত ক — শফিউল আলম চৌধুরী নাদেল

বি শ্বা স ঘা ত
………………….

ঠিক ৪৪ বছর আগে
২১ জুলাই, ১৯৭৬
স্বাধীন বাংলাদেশের প্রথম ফাঁসি কার্যকর হয়।
প্রথম ফাঁসিটি ছিল একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধার;
যদিও জেনেভা কনভেনশন অনুযায়ী যুদ্ধাহত কাউকে ফাঁসি দেয়া যায় না, কিন্তু এই নিয়ম বা চুক্তি জানার পরেও;
কর্নেল আবু তাহেরকে ফাঁসি দিয়েছিলেন জিয়াউর রহমান

“জেনারেল জিয়া সম্পর্কে তাই অত্যন্ত খেদের সঙ্গে মামলায় প্রদত্ত জবানবন্দির একপর্যায়ে তাহের বলেছেন, ‘জিয়া শুধু আমার সঙ্গেই নয়, বিপ্লবী সেনাদের সঙ্গে, ৭ নভেম্বরের পবিত্র অঙ্গীকারের সঙ্গে, এককথায় গোটা জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। আমাদের পেছন থেকে ছুরিকাঘাত করা হয়েছে। খালেদ মোশাররফের সঙ্গে তুলনায় জিয়া মুদ্রার অন্য পিঠ বলেই প্রমাণিত হয়েছে। আমাদের জাতির ইতিহাসে আর একটাই মাত্র এ রকম বিশ্বাসঘাতকতার নজির রয়েছে, তা হচ্ছে মীর জাফরের”

তথ্যসূত্র:
প্রহসনের ফাঁসি ও কর্নেল তাহের”

শফিউল আলম চৌধুরী নাদেল,              সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ।

 

 

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *