নিজের কথা — জনি আহমেদ রাজু

মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে,,,, আমাদের দেশের প্রচলিত “আইন” শক্তিশালী নাকি অপরাধী বেশি শক্তিশালী ?
এমন আইন কেন ? যে আইন এর শাস্তি বা জরিমানা করার পর ও সে বার বার সেই অপরাধ করে ?
ইদানিং দেখতে পাচ্ছি,,, বাজারে বিক্রির অনুমতি নাই এমন ঔষধ বিক্রি, মেয়াদহীন ঔষধ বিক্রি, দাম বেশি রাখা সহ বেজাল পণ্যেরে জন্য জরিমানা করা হচ্ছে।।।। দাও নামি দামি ঔষধের দোকানে । একাধিক বার একী অপরাধের জন্য জন্য জরিমানা করা হচ্ছে নাম মাত্র !!!
আমার কথা হলো যে জরিমানা পরিবর্তন করতে পারছে না ঐসকল প্রতিষ্ঠান বা ব্যক্তিকে সেই পরিমান জরিমানা বার বার করা লোকদেখানো মাত্র। আমি মনে করি, এমন পরিমানের জরিমানা হোক। যেন এক জন্য এর টা দেখে সারা দেশে শিক্ষা গ্রহণ করতে পাড়ে। প্রয়োজনে এই সব অপরাধের কারণে প্রতিষ্ঠান গুলো ছিলগালা করুন।।।। যদি প্রকৃত পক্ষে দেশের মানুষের জন্য শান্তি সুস্থ পরিবেশ নিশ্চিত করতে চান।
অন্য দিকে যারা নারী নির্যাতন, শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যা, দুর্নীতি ইত্যাদি যারা করতেছে,,,, প্রমাণ পাওয়া মাত্র শাস্তির ব্যবস্তা করুন জনসাধারণের সামনে।।।।।।
বছর এর বছর বিচার দেখার জন্য অপেক্ষা করতে হয় আমাদের প্রিয় জন্মভূমিতে।
অনেক মানুষের সুবিচার এর আশায় শেষ বিটামাটি ও বিসর্জন দিতে হয়।
কারণ বেশি টাকা দিলে বড় বাবু পাওয়া যায়। আর বড় বাবুর কাছে বড় বড় বিচার !!!
শুধু মাত্র ১ বছর এর জন্য এমন সিষ্টেম চালুর করুন অপরাধ ০৫% চলে আসবে আশা করি।।।।
আমাদের কে সবার জন্য সমান আইন করা উচিত যা বর্তমানে বাণী ছাড়া কিছুই না।
বিনিত অনুরোধ থাকবে ভুল গুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ এত কষ্ট করে শেষ লাইন পর্যন্ত আশার জন্য।