#পাঠক সমাচার

চিন্তাগুলো একান্তই নিজের, সালেহ উদ্দিন তালুকদার সুমন

সামাজিক যোগাযোগ মাধ্যমের কারনে আমাদের অনেক কিছুই দেখার ও জানার সুযোগ হয়েছে। এই মাধ্যম অনেকর জন্য সুখের ও শোকের হয়েছে। কেউ কেউ এ মাধ্যমের কারনে অনেক আপনজন হয়েছেন আবার অনেক আপনজনের দুরত্বের কারণও এই মাধ্যম। অনেক সময় সঠিক ও তথ্যর বিচারে ভরপুর বিষয়ও অনেকে বিশ্বাস করেন না আবার কখনো মিথ্যায় ভরপুর জিনিসও এখানে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে যায়। মানুষের মৌলিক চিন্তার প্রসারের ক্ষেত্রে অনেক সময় সহায়ক হলেও নেতিবাচক চিন্তার কারনে তা অনেক সময় তা অব্যাহত করেন না অনেকে। এই মাধ্যমে হরহামেশাই যেকার সঙ্গে যোগাযোগ করতে পারা যেমন ভাল তেমনি কখনো কখনো কারও জন্য তা বিরক্তির কারন হয়ে যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংবাদপত্র ও সংবাদ মাধ্যম তৈরির যে সুযোগ হয়েছে তা কার জন্য বেশ ভাল করে নিজের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ হয়েছে। তেমনি অনেকে এর অপ ব্যাবহার করছেন না তা বলা যাবেনা। কেউ প্রতিযোগিতা করে আর ভাল করার জন্য সময় ও অর্থ ব্যায় করছেন আবার অনেকেই শখের বশে নিতান্তই নিজের মত করে চালিয়ে যাচ্ছেন। সত্যিকার অর্থে সকলেরই ভাল হয় ভাল কাজের প্রশংসা করা ও মন্দ বা অকল্যাণ কর কিছু দেখলে নিরুৎসাহিত করা। সমাজের সার্বিক উন্নতির জন্য সততা, মেধা, ভাল কাজ করার চেষ্টা যদি কোথাও দেখা যায় পারলে সহযোগীতা করা ভাল। আর না পারলে অন্তত তাদের কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি না করা উত্তম চরিত্রের মানুষের কাজ।

সালেহ উদ্দিন তালুকদার সুমন, ওল্ডহ্যাম।
সংবাদ ও সমাজকর্মী ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *