একজন নুরুল ইসলাম সোহাগ — সালেহ সুমন
নুরুল ইসলাম সোহাগ একজন পরোপকারী, সদালাপী ও বন্ধুবৎসল মানুষ। ওল্ডহ্যামের সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের একজন সংগঠক তিনি। মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ তাঁর কাছে সবসময়ই এক অহংকারের বিষয়। প্রবাসে থেকেও তিনি প্রতিনিয়তই বাংলাদেশ ও বাংলাভাষার জন্য কাজ করেন। বাংলাদেশর সিলেটের বাসিন্দা নুরুল ইসলাম সোহাগ বৃটেনে বিভিন্ন সামাজিক সংগঠনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন ও করেছেন সময়ে সময়ে। তিনি সময়ে সময়ে অনেক সামাজিক উদ্যোগের নেতৃত্বসহ সহযোগী হয়ে থাকেন। সরল কথায় যেকোন ভালো কাজের সহযোগী হিসেব তিনি নিজেকে এগিয়ে রাখেন সব সময়। বৃটেনের নিজ কমিউনিটিই শুধু নয় তিনি মুলধারার বিভিন্ন কাজেও শরিক হয়ে সেতু বন্ধনের সৃষ্টি করেন বাংলাদেশী ও মূলধারায় সমাজের সঙ্গে। তার কাজ অনেকেই উৎসাহ যোগায় সামাজিক কাজে জড়িত হতে। তিনি একজন সংগঠক ও শখের আবৃত্তিকারও। তাঁর সামাজিক কাজের জন্য তিনি ওল্ডহ্যামের মেয়রের সম্মাননা স্মারকেও ভূষিত হয়েছেন।





