“আমিই রাস্ট্র(I’m the state)”—ফরাসী সম্রাট ষোড়শ লুই।– সৈয়দ এনায়েতুর রহমান

“আমিই রাস্ট্র(I’m the state)”—ফরাসী সম্রাট ষোড়শ লুই।
=========================
আশ্চর্য হয়ে গেলাম”প্রথম আলো”মত একটি জনপ্রিয় পত্রিকায় আজ”বাস্তিল দিবস”সম্পর্কে এক কলাম খবরও নেই।অন্য পত্রিকা দেখিনি।১৪ জুলাই ১৭৮৯ সনে ফ্রান্সের এই বিপ্লব অনেকে “ফরাসী বিপ্লব দিবস”বলে জানেন।এটা ফ্রান্সের জাতীয় দিবস। যা”Bastilleday” হিসেবে পালিত হয়।
সম্রাট ষোড়শ লুই’য়ের”আমিই রাস্ট্র”এ
দম্ভোক্তি বিপ্লবকে ত্বরান্বিত করেছিল।ব্যাক্তিসত্ত্বাকে রাস্ট্রের সার্বভৌমত্বের সঙ্গে একীভূত করে তিনি মানুষের সকল প্রকার মৌলিক অধিকারকে চরম ভাবে অবজ্ঞা করেছিলেন।”আমিই রাস্ট্র”—কথাটি ছিল তাঁর চরম স্বৈরাচারী মনোভাবের সদম্ভ প্রকাশ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস এই যে,সেই জনগণের অধিকার ও ইচ্ছার কাছেই তাঁর এই দাম্ভিক উক্তির পরাজয় হয়েছিল।গণদাবির মুখে ১৭৯৩ সনের জানুয়ারি মাসে”গিলোটিন”নামক একটি যন্ত্রে তাঁকে নৃশংস ভাবে শিরোচ্ছেদ করা হয়।আরো মজার বিষয় এই যে,এই যন্ত্রটি দিয়েই ষোড়শ লুইয়ের রাজকীয় আদেশ পালন করা হতো মুক্তিকামী প্রজাদের মাথা ঢুকিয়ে।
এ বিশ্বে সব কিছুরই শেষ আছে।ইতিহাস বলে,”ইতিহাস ফিরে আসে,ইতিহাস পুনরাবৃত্তি হয়–হবেই”। সেই”বুমেরাং”নামক অস্ত্রের মত।
এটা যে ছুঁড়ে দেয়—তাঁরই কাছে আবার ফিরে আসে!ফরাসি বিপ্লবের ইতিহাস সারা পৃথিবীর নিপীড়িত মানুষের প্রেরণা।”বাস্তিল(Bastille)নামক কুখ্যাত দূর্গ মুক্তিকামী মানুষ যেভাবে গুঁড়িয়ে দিয়ে ছিল,এ এক অনন্য নজির। এই বিপ্লবের মাধ্যমে আমরা পেয়েছিলাম জ্যাঁ জ্যাক রুশো আর ভলতেয়ার এর মত কালজয়ী সমাজচিন্তক ও দার্শনিক।রুশো’র”সামাজিক চুক্তি”(Social Contract)মতবাদই আধুনিক”গনতান্ত্রিক সরকার”ব্যবস্থার ভিত্তি।
“বাস্তিল দিবস”দীর্ঘজীবি হোক।