আমাদের সাদেক ভাই – শামসুদ্দিন চৌধুরী ফয়সল
শামসুদ্দিন চৌধুরী ফয়সল, ওল্ডহ্যাম : সৈয়দ সাদেক আহমেদ, সভাপতি, ওল্ডহ্যাম যুবলীগ। এই একটি পরিচয়ে পরিচিতি দিলেও সত্যিকার অর্থে সাদেক ভাই বহু গুনে গুণান্বিত একজন ব্যক্তি যিনি, নিজ গুনে সর্ব মহলে ব্যাপক সমাদৃত একজন ব্যক্তিত্ব। শুধু রাজনৈতিক প্রেক্ষাপটেই নয় সাদেক ভাইর বিচরণ সামাজিক, সাংস্কৃতিক, সাংবাদিকতা সহ সমাজের সকল অঙ্গনে। একজন পরোপকারী, বিনয়ী, সদা হাস্যোজ্জ্বল সাদেক ভাই ওল্ডহ্যামের একজন উজ্জ্বল নক্ষত্র।
ছোটো – বড়ো সকল শ্রেণীর এই অসম্ভব প্রিয় মানুষটি আজ পুরো পরিবার সহ সাম্প্রতিক ভয়াবহ ভাইরাস কোভিড ১৯ বা কোরোনায় আক্রান্ত। সাদেক ভাইর কোরোনায় আক্রান্তের সংবাদে আজ ওল্ডহ্যামের বাংলাদেশী কমিউনিটি বেদনাহত ।
ইতিমধ্যে সাদেক ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে উনার আত্মীয়-স্বজন, বন্ধু- বান্ধব সহ সকল শুভাকাঙ্ক্ষীদের কাছে দ্রুত সুস্থ্যতার জন্যে দোয়া চেয়েছেন।
আমরা ওল্ডহ্যামবাসী ও সৈয়দ সাদেক আহমেদ ভাইয়ের জন্যে দোয়া করছি, আল্লাহ যেনো উনাকে সুস্থ্য করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।
শামসুদ্দিন চৌধুরী ফয়সল, যুগ্ন সাধারণ সম্পাদক, ওল্ডহ্যাম যুবলীগ, যুক্তরাজ্য।





