#পাঠক সমাচার

আমরা কি ইতালির জন্যে বিষফোঁড়া হতে যাচ্ছি ?

সৈয়দ আমিনুর রহমান, ম্যানচেস্টার : এখন যদি প্রশ্ন করি ইতালি সরকার আমাদের কেন বিশ্বাস করবে ?

উত্তরে অনেক ভালো ও পজেটিভ কথা আসবে। কিন্তু সত্যিটা বড়ই নির্মম । ইতালিতে আমরা আমাদের আসন হারাতে চলেছি। যা হচ্ছে, আমাদের একশ্রেণীর মানুষের অতি লোভ, নিয়মের তোয়াক্কা না করা, আইনের প্রতি শ্রদ্ধাশীল না হওয়া এই কারণগুলো অন্যতম । আমরা নিজেদের ক্ষুদ্র স্বার্থের জন্যে একটা দেশ একটা জাতির মান সম্মান নিয়ে খেলছি। যার পরিণাম ভোগতে হবে সবাইকে।

একসময় বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইতালিয়ান পাতেন্তায় কনভার্ট করা যেত। ইতালিয়ান ইমিগ্রেশনে লাগেজ ভর্তি দুই নাম্বার ড্রাইভিং লাইসেন্স সহ জনৈক বাংলাদেশি ধরা পড়লেন। ফলাফল বাংলাদেশের ড্রাইভিং লাইসেন্স ইতালিয়ান পাতেন্তায় কনভার্ট করার সুযোগ বাতিল।

ইতালিয়ান নাগরিকত্ব গ্রহন করবে। সেখানেও দেখা গেল বাংলাদেশিরা প্রয়োজনীয় যেসকল সত্যায়িত ডকুমেন্টস সাবমিট করেছে তার বেশিরভাগই জাল। ফলাফল অনেকেরই নাগরিকত্ব রহিতকরন।

দুই নাম্বারি করে রেসিডেন্স করার সাথে জড়িত বাংলাদেশি দালাল চক্র গ্রেফতার। ফলাফল অনেকেরই কাগজ বাতিল। অরিজিনালভাবে রেসিডেন্স করতে গেলেও সন্দেহের চোখে দেখা হয় এবং হয়রানির শিকার হতে হয়।

সিজোনাল এগ্রিকালচার ভিসায় লোক আনার ক্ষেত্রে দুই নাম্বারি, ফলাফল বাংলাদেশের কোটা বাতিল।

সর্বশেষ করোনাভাইরাস টেস্টের জাল সার্টিফিকেট ধরা পড়ল।

এছাড়াও ইয়াবাসহ বাংলাদেশি গ্রেফতার, ব্যাংক থেকে লোন নিয়ে তা পরিশোধ না করা, ফ্ল্যাট কিনে কিস্তি না দেওয়া, আরো নানান অপকর্ম।

এখন ইতালিয়ানদের পক্ষ থেকে দাবি উঠেছে বাংলাদেশীদের স্থায়ীভাবে নিষিদ্ধ করা। আর আমরা যদি এখনই নিজেদের সংশোধন করতে না পারি তাহলে অদূর ভবিষ্যতে এধরণের কিছু ঘটলেও অবাক হওয়ার কিছু থাকবেনা।

অন্যথায় লালনের সুুুরে বলতে হবে

” সময় গেলে সাধন হবে না “

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *