আড্ডায় ভালোবাসায় মুনিরার জন্মদিন …!
এই বুড়ি ! তোর বয়স কতো হলো রে ? আচ্ছা, যা বলতে হবে না। তোর আর আমার বেড়ে উঠা একই সমান্তরালে। জীবনের সবচেয়ে অনুভূতিপূর্ণ যে কয়টা মুহূর্ত আছে, তার মধ্যে একটা হলো জন্মদিবস !




নভেম্বরের ৬ তারিখে পৃথিবীকে আলো করে তুই এলি। তোর আগমনের উচ্ছাসটুকু ছড়িয়ে দিতে বিচ্ছু বাহিনী (বন্ধুত্বের আলাপন ৯৭/৯৯) যে পিছপা হবেনা, সেটা নিশ্চই বুঝে গেছিস এবার ? হেড়ে গলায় মাতন দিতে তাইতো জুটে গেলো জহির, মুকুল, জামশেদ, শাহরিয়ার, সারওয়ার, সায়েম, হামিম, লেলিন, বিনু সহ আরো অনেকে। জম্পেশ আড্ডা হলো, ভুড়িভোজ হলো। আমরা যারা কাছে পিঠে নেই, তারাও দূর থেকে আনন্দ নিলাম। ছবিতে তোদের দেখে নিজের মতো করে হেঁসে গড়ালাম। বেঁচে থাক মুনিরা। তোর জীবন ভরে উঠুক অনাবিল সুখ আর স্বাচ্ছন্দ্যে।
লুবনা চৌধুরী
যুক্তরাজ্য।





