১৬ই অক্টোবর খুলছে সিনেমা হল।

করোনা মহামারির কারণে প্রায় ছয় মাস বন্ধ থাকার পর দেশের সব সিনেমা হল আগামী ১৬ অক্টোবর থেকে খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
তথ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে বাংলাদেশ চলচ্চিত্র পরিবেশক সমিতির নেতাদের এ সিদ্ধান্তের কথা জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
পরিবেশক সমিতির সাবেক এক উপদেষ্টা সংবাদ মাধ্যমকে জানান, ‘আগামী ১৬ অক্টোবর থেকে দেশের সব সিনেমা হল খুলে দেয়ার সিদ্ধান্তের কথা তথ্যমন্ত্রী আমাদের জানিয়েছেন। আমরাও স্বাস্থ্যবিধি মেনে সিনেমা হল খোলার প্রস্তুতি নিচ্ছি। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি আসন সংখ্যার অর্ধেক টিকিট বিক্রির শর্ত দেয়া হয়েছে।’
বৈঠকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র পরিবেশক সমিতির সাবেক প্রধান উপদেষ্টা সুদীপ্ত কুমার দাস ও শরফুদ্দিন এলাহী, মিয়া আলাউদ্দিন। করোনা মহামারির কারণে গত ১৮ মার্চ থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হয়।
করোনায় সবচেয়ে ক্ষতি হয়েছে বাংলা চলচ্চিত্রের। পাঁচ মাস বন্ধের পর সম্প্রতি সিনেমার শুটিং শুরু হয়েছে। কিন্তু বন্ধ আছে সিনেমা হলগুলো। ফলে, দীর্ঘদিন ধরে বেকার আছেন সিনেমা হল সংশ্লিষ্ট কর্মজীবীরা। সিনেমা হল খুলে দেয়ার পরিকল্পনা তাদের জন্য স্বস্তির সংবাদ। অন্যদিকে মহামারিতে অনেক সিনেমা শিডিউল জটিলতায় পড়েছে।