#বিনোদন

হিল্লোল-নওশীন দম্পতির ঘরে প্রথম সন্তান।

এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও উপস্থাপিকা নওশীন নাহরীন এবং অভিনেতা-ইউটিউবার আদনান ফারুক হিল্লোলের ঘরে আসছে তাদের প্রথম সন্তান। এ উপলক্ষে গতকাল আয়োজন করা হয় নওশীনের বেবি শাওয়ার। এখানে অংশ নেন রিচি সোলায়মান, কাজী মারুফ, মোনালিসা, তমালিকা কর্মকার, কল্যাণ কোরাইয়া ও রোমানাসহ বেশ কজন বাংলাদেশি তারকা।

নওশীন নাহরীন বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি মেডিকেল সেন্টারে চাকরিরত। আর হিল্লোল বর্তমানে ইউটিউব ও ফেসবুকে ফুড ভ্লগিং নিয়ে ব্যস্ত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *