#বিনোদন

হলিউড প্রত্যাশী শাকিব খান।

ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। পশ্চিমবঙ্গের দর্শকের মনেও জায়গা করে নিয়েছেন। এবার কিং খানের চোখ হলিউডে। সেই লক্ষ্যে এগোচ্ছেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ফেয়ার ম্যারিনায় এক অনুষ্ঠানে এমনটাই জানালেন তিনি।

ওই অনুষ্ঠানে উপস্থাপক শাকিবকে প্রশ্ন করেন, আপনি যদি কখনো হলিউডে কাজ করেন তাহলে কোন চরিত্রে অভিনয় করবেন? উত্তর তিনি বলেন, সবে তো পা রাখলাম এখানে (যুক্তরাষ্ট্রে)। পাশে এক সুন্দরী বসিয়েছি। সময় দিন। বাংলাদেশি বংশোদ্ভূত অনেকে কিন্তু হলিউডের অনেক বিখ্যাত সিনেমায় টেকনিশিয়ান হিসেবে কাজ করেছেন। খুব বেশিদিন হয়নি যে, এশিয়ানরা হলিউডের মেইনস্ট্রিমের সিনেমায় কাজ করছেন। যারা কাজ করছেন তারা প্রত্যেকে সাকসেসফুল।

তা ছাড়া নেটফ্লিক্সের সবথেকে জনপ্রিয় সিনেমা ‘এক্সট্রাকশন’ বাংলাদেশকে নিয়ে হয়েছে। এই সিনেমাটি নেটফ্লিক্সের হায়েস্ট রেটিংয়ের সিনেমা। শাকিব বলেন, হলিউডে অভিনয় করলে কোন ক্যারেক্টারে অভিনয় করবো সেটা তো জানি না। তবে আগামীতে কাজ করবো ইনশাআল্লাহ। গত শুক্রবারে আয়োজিত এই অনুষ্ঠানে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাদের দু’জনকে ঘিরেই আয়োজনটির নাম ছিল ‘মিট অ্যান্ড গ্রিট উইথ দ্য ওয়ার্ল্ড সুপারস্টার সাকিব আল হাসান অ্যান্ড ঢালিউড কিং শাকিব খান’।

তথ্যসূত্র : মানবজমিন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *