শাস্ত্রীয় সংগীত গুরু পণ্ডিত যশরাজ আর নেই

ভারতীয় শাস্ত্রীয় সংগীতের দিকপাল পণ্ডিত যশরাজ মৃত্যুবরণ করেছেন। সোমবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে নিজের বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার বয়স হয়েছিল ৯০ বছর।
তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পণ্ডিত যশরাজের মেয়ে দুর্গা যশরাজ।
যশরাজের পরিবার সূত্রে জানা যায়, অনেক দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। শাস্ত্রীয় সংগীতের জন্যে ভারতে পদ্মবিভূষণ, পদ্মভূষণ, পদ্মশ্রীর মতো একাধিক পুরস্কার পেয়েছেন তিনি। রয়েছে বহু বিদেশি পুরস্কার ও সম্মানও।
১৯৩০ সালের ২৮ জানুয়ারি হরিয়ানার হিসারে জন্মগ্রহণ করেন পণ্ডিত যশরাজ। এরপর ১৯৪৬ সালে কলকাতায় চলে আসেন তিনি। গুজরাতের সানন্দ থেকে মেওয়াতি ঘরানার সংগীতের তালিম নেন প্রয়াত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী।