লাইফ সাপোর্টে অভিনেতা আজিজুল হাকিম।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা আজিজুল হাকিম। বর্তমানে এই অভিনেতা লাইফ সাপোর্টে আছেন। গত ১৩ নভেম্বর দুপুর ১২ টায় তাকে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি করা হয়। ১৪ নভেম্বর ভোররাতে শারীরিক অবস্থা খারাপ হলে আজিজুল হাকিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এই অভিনেতার স্ত্রী জিনাত হাকিম ও পুত্র মুহাইমিন রেদোয়ানও করোনায় আক্রান্ত। তবে শারীরিক অবস্থা ভালো থাকায় তারা নিজ বাসাতেই আইসোলেশনে রয়েছেন।





