#বিনোদন

বস্তা গায়ে রাস্তায় নেমেছেন আমির খান।

বলিউড সুপারস্টার আমির খান। নামটাই যেন সিনে-ব্যাকরণ শেখার জন্য যথেষ্ট। একাধারে তিনি যেমন পরিচালক, তেমনই ক্যামেরার খুঁটিনাটিও তার ভালোবাবেই জানা। এরই মধ্যে নতুন লুকে নেটপাড়ায় তুমুল শোরগোল ফেলেছেন মিস্টার পারফেকশনিস্ট।

পুরনো ছেঁড়া বস্তা গায়ে জড়িয়ে মোটা ভ্রু এঁকে, উসকো-খুসকো চুলে একেবারে গুহামানব লুক এনেছেন আমির খান। মুম্বাইয়ের রাস্তায় এলোমেলো চুলের অদ্ভুত লোকটিকে চিনতে ব্যর্থ হয়েছিল। রহস্য উন্মোচিত হয় যখন পর্দার অন্তরালের একটি ছবি অনলাইনে ফাঁস হয়। ছবি প্রকাশের পর প্রথম দেখায় অনেকে ভেবেছিল এটা সম্ভবত ‘পিকে ২’র টিজার।

ভারতের গণমাধ্যমগুলো বলছে, একটি বিজ্ঞাপনের জন্যই আমির খান গুহামানব অবতার ধারণ করেছেন। এই প্রচার কৌশলও নাকি আমির খানেরই মাথা থেকে এসেছে।

বিজ্ঞাপনের প্রচারের স্বার্থেই যে তিনি এমন লুক ধারণ করেছেন তার বুঝতে আর বাকি রইল না পুরো ভিডিও প্রকাশ্যে আসার পর।

‘লাল সিং চাড্ডা’র পর আর কোনো সিনেমা মুক্তি পায়নি।

আমির জানিয়েছেন, তার নতুন সিনেমা ‘সিতারে জমিন পার’ মুক্তি পাবে চলতি বছরের বড়দিনে। এটি তার ‘তারে জমিন পার’-এর সিকুয়েল সিনেমা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *